১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

ডেঙ্গু সতর্কতায় জাতীয় এনজিও নেটওয়ার্ক এডাব এর মাইকিং সম্পন্ন

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দক্ষিণ চট্টগ্রাম ও চট্টগ্রামে প্রবল বর্ষন, জলাবদ্ধতা, বন্যা ইত্যাদির ফলে পানি জমে এডিস মশার আরো ব্যাপক বংশবৃদ্ধির উপক্রম হয়েছে। জাতীয় এনজিও নেটওয়ার্ক “এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ – এডাব” সারাদেশের মত চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও ডেঙ্গু সচেতনতায় মাইকিং অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮ নং পূর্ব বাকলিয়া ও ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ১০, ১১ ও ১২ আগস্ট তিনদিনব্যাপী মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে এডাব- চট্টগ্রাম জেলা শাখার সদস্য সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম। নগরীর তিনটি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন পর্যায়ে তা’ পর্যবেক্ষণ করেন স্থানীয় প্রশাসন ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ। তিনটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, লেইন, বাইলেইনসমূহ, বিভিন্ন বস্তি এলাকার সম্মুখে, বাজার, শপিং কেন্দ্র, আবাসিক এলাকা, ধর্মীয় উপাসনালয়, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নগর স্বাস্থ্যকেন্দ্রসমূহ, জনাকীর্ণ লোকালয় এবং বিভিন্ন পাবলিক স্পটসমূহে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাইকিং কার্যক্রম প্রত্যক্ষ মনিটরিং করেন এডাব – চট্টগ্রাম জেলা শাখার বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান। আজ ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রধান নির্বাহী ও এডাব চট্টগ্রাম জেলা শাখার নির্বাহী সদস্য উৎপল বড়–য়া মাইকিং কার্যক্রম এর সমাপনি পর্যায়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কমিউনিটির জনগনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৬নং সংরক্ষিত ওয়ার্ড (১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড) কাউন্সিলর শাহীন আকতার রোজী। ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রোগ্রাম ম্যানেজার (সামাজিক উন্নয়ন) সোহাইল উদ দোজা মাইকিং কার্যক্রম সমন্বয় করেন। মাইকিং এর মাধ্যমে প্রচারণার সার্বিক দায়িত্ব পালন করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর সুপারভাইজার সুস্মিতা দত্ত ও সৌরভ বড়–য়া। মাইকিংকালে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ডেঙ্গুর লক্ষণসমূহ এবং ডেঙ্গু জ¦র হলে করণীয় পদক্ষেপ এর কমিউনিটির জনগণকে সচেতন করা হয়।