১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

কেডিএস ও এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি

চট্টগ্রামের প্রথম ও একমাত্র আইএসও ১৫১৮৯ এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারে বিশেষ সুবিধা পাবে চট্টগ্রামের স্বনামধন্য কেডিএস গ্রুপ। কেডিএস গার্মেন্টস ডিভিশান এর হেড অব এইচ আর এন্ড এডমিন সাইফুল আবেদীন বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বিবেচনায় এই আয়োজন আশা করি সবাই সুফল পাবেন”।
এপিক হেলথ কেয়ারে ডিরেক্টর বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে আন্তর্জাতিক মানের রিপোর্ট এর জন্য এপিকএখন ব্র্যান্ড, আমরা নিত্য নতুন টেস্ট আনছি সাধারণ মানুষের যেন ঢাকা বা বিদেশ যেতে না হয়।’’
কেডিএসগ্রুপের কনফারেন্স রুমে অনুষ্ঠানে কেডিএস এর পক্ষে সিনিয়র ম্যানেজার এইচ আর ও এডমিন সুবির দাস ও এসিস্ট্যান্ট ম্যানেজার গুঞ্জন দেব ও এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন, ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড, জহির রায়হান, সিনিয়রঅফিসার সাইফুল ইসলাম প্রমুখ।