বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম রোটারি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি অধ্যক্ষ মো: নাসির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম, এ, ছফা চৌধুরী। যুগ্ম সচিব মো: জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব বাবু কমল কান্তি ভৌমিক এবং নির্বাহী সচিব মো: সাইফুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ট্যালেন্ট বৃত্তি পরীক্ষার সচিব মুহাম্মদ মুজিবুর রহমান । বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে সি, জে, এম উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী তাসপিয়া তাজিন এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো: শফিকুল আনোয়ার। প্রধান অতিথি এম এ ছফা চৌধুরী শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষার ভুমিকা এবং আগামী দিনের দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে তথ্য প্রযুক্তির ব্যবহার এর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন এবং ট্যালেন্ট বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি বিতরণ করেন।
