নিজস্ব প্রতিবেদক : মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয় চট্টগ্রাম এর আয়োজনে সাবেক জেলা পিপি ও চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট একেএম সিরাজুল ইসলাম এবং ডেপুটি এর্টনি জেনারেল সাবেক পিপি কামাল উদ্দিন আহম্মদ এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেসা বেগম।
বক্তব্য রাখেন জেলার পাবলিক প্রসিকিউটর এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পাবলিক প্রসিকিউটর এড মো. আব্দুর রশিদ সহ আইনজীবীরা।
শোকসভায় বক্তারা বলেন, কীর্তিমানদের স্মরণ করলে সমাজ সুন্দর হবে। আমরা যে আইনজীবীদের হারিয়েছে তাদের মাধ্যমে শোক থেকে শক্তি এবং তাদের আর্দশ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
