বন্দর নগরীর একমাত্র অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাবএপিক হেলথ কেয়াওে অনুষ্ঠিত হল জাঁকজমক পূর্ণভাবে ঈদ পুনর্মিলনী ও ফলউৎসব ২০২৩। গত ৫ জুলাই কনফারেন্স রুমে মানবসম্পদ বিভাগ এবং কর্পোরেট বিজনেস ও ব্র্যান্ডবিভাগের যৌথ আয়োজনে সকলকর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন রকমের দেশীয় ফলের সমারোহ ঘটানো হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং ডাইরেক্টর এস এম আবু সুফিয়ান বলেন, আমাদের সকল সহকর্মীদের জন্য ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের দেশীয় ফল যেমন চেনা জরুরী ও এর পুষ্টিগত গুণাগুণও জানতে হবে’’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজার ডাইরেক্টর ইঞ্জিঃ এস এম আবু সুফিয়ান, ডিরেক্টর তহমিনা মরিয়ম, ডাইরেক্টও সাপ্লাই চেইনম্যানেজমেন্ট তানজিনা কবির, ডিরেক্টও বিজনেস ডেভলাপমেন্ট জসিম উদ্দিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং- টি এম হান্নান, এজিএম এইচ আর এন্ড এডমিন আরেক হোসেন ও এজিএম অপারেশন্স ডাঃ ইমতিয়াজ উদ্দিন অন্যান্য সকল উর্ধতন কর্মকর্তা ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
