২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার বসন্তকাল

প্যাসিফিক জিন্স গ্রুপ ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি

প্যাসিফিক জিন্স গ্রুপের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার।চুক্তি অনুষ্ঠানে প্যাসিফিক জিন্স গ্রুপ এর পক্ষে স্বাক্ষর করেনএইচ আর এডমিনবিভাগের মহা-ব্যবস্থাপক সাদিন তৈয়ব এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে সেলস এন্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টরটি এম হান্নান । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্স এর পক্ষে ভিক্টরহর, সিনিয়র ম্যানেজার, এইচ আর এডমিন ও এপিক হেলথ কেয়ারের জহির রায়হান, ম্যানেজার, কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড।

এ চুক্তির ফলে প্যাসিফিক জিন্স গ্রুপ এর কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবে।