১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে নগরীর নিউমার্কেট মোড়ে জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নগর কমিটির সভাপতি মিরাজ উদ্দিন। নগর কমিটির স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির কমিটির সহসভাপতি রায়হান উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর বাজেটের আকার বড় হয়। কিন্তু শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ দিন দিন কমছে।
সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রায় ৭ লক্ষ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করেছে। চলতি অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে জাতীয় বাজেটের ১১.৫৭% । প্রতি বছর উৎপাদনশীল খাত গুলোতে বরাদ্দ কমিয়ে অনুৎপাদনশীল খাত গুলোতে বরাদ্দ দিন দিন বাড়ানো হচ্ছে। শিক্ষার অবকাঠামোগত সংকট আজ ভয়াবহ। স্কুলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষক, শ্রেণীকক্ষ, লাইব্রেরী, বই, ল্যাবরেটরী সরঞ্জাম। অন্যদিকে নোট ও গাইড বই নির্ভর শিক্ষাই আজ শিক্ষার প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনকি যে সৃজনশীল পদ্ধতির নামে নতুন ধরনের শিক্ষায় আয়োজন করার কথা ছিলো, সেটাও আজ কোচিং সেন্টার ও মুখস্থ নির্ভর হয়ে পড়েছে। সর্বশেষ জাতীয় শিক্ষাক্রম ২০২০ কার্যকর করার কথা বলা হচ্ছে। কিন্তু এ সম্পর্কে সাধারণ শিক্ষকদেরও কোনো স্বচ্ছ ধারণা নেই। স্কুলগুলোতে সিলেবাস প্রণয়নে দীর্ঘসূত্রিতা লক্ষ্যণীয়।
অন্যদিকে মানহীন পাঠ্যবই সরবরাহের কারণে বাড়তি ব্যয়ের বোঝা সইতে হয়। চট্টগ্রামের মত বিভাগীয় শহরের স্কুলগুলোর শিক্ষকদেরই যেখানে নাজেহাল অবস্থা, সেখানে গ্রামের স্কুলগুলোর অবস্থা আরো খারাপ। তার ওপর ভুলেভরা পাঠ্যপুস্তক ও কারিগরি শিক্ষার দিকে একচ্ছত্র গুরুত্ব আরোপে শিক্ষার ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেছে। শিক্ষাখাতে বিরাজমান সমস্যা সংকট নিরসন করে শিক্ষাজীবন বাঁচাতে তাই আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে বিশেষ মনোযোগ দেয়া প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংকট নিরসনে আগামী ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষাখাতে ২৫% বরাদ্দ দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।