আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইআইইউসি আইন অনুষদের ৩৩ তম ব্যাচের ছাত্রদের বিদায় অনুষ্ঠান ১৮ মে নগরীরএকটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুষদের একাডেমিক অ্যাডভাইজর মোরশেদ মাহমুদ খান। তিনি বলেন আইআইইউসি’র আইনের গ্রাজুয়েট বৃন্দ অত্যন্ত সুনামের সাথে সমগ্র দেশে এবং বিদেশে রাষ্ট্রের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত। ন্যায় বিচার নিশ্চিত করার একমাত্র প্রতিষ্ঠান তথা বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিরা সর্বোপরি তাদের বিবেকের কাছেই সবচেয়ে বেশি দায়বদ্ধ থাকে সেহেতু তাদের মধ্যে Quality Ges Moralityঅনন্য সম্বন্বয় অপরিহার্য, আইআইইউসি’র প্রধান লক্ষ্য হল “Quality with Morality” যেটি আইআইইউসিকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
আইন বিভাগের চেয়ারম্যান মনজুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলএলএম প্রোগ্রামের সাবেক কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এডভোকেট মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, মোহাম্মদ মহিউদ্দিন, কলিম উল্লাহ এবং খাব্বাড তাকী।
