১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের রোগী সেবা বৃদ্ধির কার্যক্রম চলমান : পেয়ারুল

নিজস্ব প্রতিবেদক : জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের নার্সদের নিয়ে আজ হাসপাতাল মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ মার্চ হাসপাতালে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভায় হাসপাতালের সার্বিক উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নার্সদের জানানো হয়। এসময় নার্সরাও সেবা প্রদানে তাদের বিভিন্ন সমস্যা সমূহ উপস্থাপন করেন।
নার্সিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের পরিচালক কে এফ রহমান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, আপনারা হাসপাতালের একটি অপরিহার্য অংশ। হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুম সহ হাসপাতালের অব কাঠামো উন্ময়নে সংস্কারের কাজ চলমান রয়েছে। হাসপাতালের হারানো সুনাম ও আস্থা ফিরিয়ে আনতে সকলকে একসাথে হয়ে কাজ চালিয়ে যেতে হবে। আপনাদের সমস্যা সমূহ শুনেছি আমরা সকলেই মিলে আপনাদের সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাবো। হাসপাতালের রোগীর বৃদ্ধি পাশাপাশি সেবার মান আরো বৃদ্ধি করার লক্ষ্যে রোগীদের সেবামান উন্নয়নে নার্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে