নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কেন্দ্রীয় খেলার মাঠে ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে এক ভিন্নধর্মী প্রদর্শনী। এই ব্যাতিক্রমী প্রদর্শনী তে ছিল দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, কবুতর, বিড়াল, কুকুর, খরগোশ ইত্যাদি। আরোও ছিল বাহারি রকমের বনসাই। সৌখিন মানুষের জন্য ছিল বিভিন্ন দেশের মুদ্রা ও দূর্লভবস্তু। পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবার জন্য ছিল বিনামূল্যে গাছ। জমকালো এই অনুষ্ঠান উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান উদ্বোধন কালে তিনি বলেন, আজকে এরকম একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি এধরনের ব্যতিক্রমী আয়োজন আইআইইউসি শিক্ষার্থীদের জীবন বোধ শেখাবে। ভবিষ্যতে আমর াআরও বড় পরিসরে এধরনের আয়োজন করবো ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও এ ধরনের শখগুলো শিক্ষার্থীদের ভালো ও মানবিক মানুষ হয়ে গড়ে তুলতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটিসদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন। আইআইইউসির প্রক্টরিয়াল বডির তত্বাবধানে মেলায় অংশগ্রহণ করেছে Chattogram Bird Breeders Association (CBBA), Shokher Rajyo, এবং Society of Rise for Paws & Claws (RFPC)| । ইভেন্ট পার্টনার হিসেবে ছিল Zain Global UK Ltd.
