২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

আইআইইউসির উদ্যোগে Talent Development Program শুরু

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, যুবকদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতি গঠনে কাজে লাগাতে হবে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র উদ্যোগে ৩ দিন ব্যাপী Talent Development Program এর উদ্বোধনী প্রোগ্রামে বক্তব্য দিতে এসব কথা বলেন।
আন্তর্জাতিকভাবে সুপরিচিত জাতিসংঘের রেজিস্ট্রার্ড এনজিওওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ (ডঅগণ) এর সহযোগিতায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ১৪-১৬ মার্চ ৩ দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, কুরআন-হাদিসে যুব শক্তিকে কাজে লাগানোর ব্যাপক উৎসাহ দেয়া হয়েছে। বাংলাদেশের যুব শক্তিকে যদি সঠিকভাবে বিকশিত করা যায় তাহলে যুবকেরা অসাধ্য সাধন করতে পারবে। তিনি বলেন, আইআইইউসির বর্তমান ট্রাস্টি বোর্ড দায়িত্ব নেয়ার পর আইআইইউসিকে শিক্ষা-গবেষণায় দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা বিশ^বিদ্যালয়ে পরিণত করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছি।