২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

সিএমপি’র ট্রাফিক দক্ষিণের অভিযানে ২০টি অবৈধ ব্যাটারী রিক্সা আটক

নিজস্ব প্রতিবেদক : সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ-২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচীর একাদশ দিন গতকাল ১৩ মার্চ নগরীর চকবাজার, বাকলিয়া, কোতোয়ালি মোড় ও টাইগারপাসে অবৈধভাবে চলাচলরত অবৈধ ব্যাটারী রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক পৃথক অভিযানে মোট ২০টি ব্যাটারী রিক্সা আটক করা হয়। একইসাথে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ এই কার্যক্রম সফল করার লক্ষ্যে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।
ডিসি-ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলরত মোট ২০টি ব্যাটারী রিক্সা আটকসহ ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) অপূর্ব কুমার পাল, টিআই (বাকলিয়া) মোঃ মাবিয়ান মিয়া, টিআই (কোতোয়ালী) জিয়াউল হাসান, টিআই (চকবাজার) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট নাঈমুল ইসলাম, সার্জেন্ট শোয়াইব, সার্জেন্ট তৌফিকুল ইসলাম, সার্জেন্ট অপূর্ব গোপ, সার্জেন্ট আহমদ হাসান জুয়েল, সার্জেন্ট মোঃ মহিউদ্দিন, সার্জেন্ট কৌশিক চাকমা, সার্জেন্ট মেহেদী মিরন, এটিএসআই আবদুল আহাদসহ বিএনসিসি ও স্কাউটস্ দল।