“জেন্ডার বৈষম্য নিরসনে প্রযুক্তি ও উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় ও রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিজি সমন্বয়ক নুরুল ইসলাম, সনাক সদস্য সাইফুদ্দিন খালেদ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নেছা খানম, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি রওশন আরা চৌধুরী। আলেচনায় বক্তারা বলেন, বিশে^র অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন অসম্ভব। নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীর অধিকার ও ক্ষমতায়নের নিশ্চিয়তা প্রদানে বাংলাদেশ সরকার বেশ কিছু সুনিদিষ্ট আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। তাই নারী দিবসের মাধ্যমে সর্বস্তরের নারীদের তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারিরা নারী অধিকার বিষয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়। এরপর নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় নবম ও দশম শেণ্রীর ১৫০ জন নারী শিক্ষার্থী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এরপর বিভিন্ন পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
