১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

শিশু সাহিত্যিক ফারুক হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক : শিশু-কিশোর পত্রিকা ‘কথন’ সম্পাদক, শিশু সাহিত্যিক ও গীতিকার ফারুক হাসান আজ ৯ মার্চ ভোর রাত সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুমের প্রথম নামাজে জানাজা আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, চট্টগ্রামের সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণমান্য ব্যক্তিবর্গ।
শিশুসাহিত্যিক ফারুক হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই গ্রামে। তার বাবার নাম ইকবাল আহমেদ সওদাগর। আন্দরকিল্লা নজির আহমেদ চৌধুরী সড়কের চেয়ারম্যান গলিতে পৈতৃক বাড়িতে তিনি সপরিবারে বসবাস করতেন।