২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির সংঘবদ্ধ চক্রের ১ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ চট্টগ্রাম মহানগরের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে । এ সময় তার নিকট থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে সে ৫০ টির অধিক জন্ম নিবন্ধন সনদ সৃজন করেছে।
উল্লেখ্য যে, গত ০৮ জানুয়ারি ৩৮নং ওয়ার্ড (বন্দর), ০৯ জানুয়ারি ১৩নং ওয়ার্ড (পাহাড়তলী) এবং ২১ জানুয়ারি ৪০নং ওয়ার্ড (পতেঙ্গা) কাউন্সিলর অফিসের সার্ভারে যথাক্রম ৪০, ১০ এবং ৮৪ টি ভুয়া জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ সংক্রান্তে মহানগরের খুলশী থানাধীন ১৩নং ওয়ার্ড (পাহাড়তলী) এর জন্ম নিবন্ধন সহকারী মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে সিএমপির খুলশী থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের করেন।
এ সংক্রান্তে গত ২৩ জানুয়ারি তারিখ এরূপ একটি চক্রের ০৪ জন সদস্যকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে তাদের প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযুক্ত মোঃ জয়নাল আবেদীনকে সিএমপির কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জালিয়াতির সাথে জড়িত গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত মোবাইল ডিভাইস পর্যালোচনায় জানা যায়, এ পর্যন্ত সে উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া/জাল জন্ম নিবন্ধন সনদ সৃজন ও বিতরণ করেছে। তার মতে এরূপ আরো একাধিক চক্র সারা দেশব্যাপী এ অবৈধ কার্যক্রমে জড়িত আছে। প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরী করতে সে গড়ে ১৫০০-১৮০০ টাকা করে গ্রহণ করে। এছাড়াও সে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জন্মনিবন্ধন সনদসহ জাতীয় পরিচয়পত্র (এন.আই.ডি) সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য। উল্লেখ্য যে মোঃ জয়নাল আবেদীন এর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র ও এনআইডি জালিয়াতি সংক্রান্তে সিএমপির কোতোয়ালী থানায় রুজুকৃত ২ টি মামলা তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারকৃত মোঃ জয়নাল আবেদীন এর নিকট থেকে জব্দকৃত মোবাইল ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে এ তথ্যসমূহের সত্যতা ও এসংক্রান্তে অসংখ্য আলামত পাওয়া গেছে।