২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল  

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (৭৩) আর নেই। আজ ৮ নভেম্বর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।  

দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আবু সুফিয়ান বলেন, জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার সকাল ১০টায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা, দুপুর ২টায় বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে ও বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রি কলেজ মাঠে জানাজা হবে। এরপর বাঁশখালীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।