২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার শরৎকাল

সরকার দুর্নীতি দুঃশাসনের রাজত্ব কায়েম করছে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি দুঃশাসনের রাজত্ব কায়েম করছে। সাধারণ মানুষ আজ অসহায়। সবকিছুর দাম এখন আকাশচুম্বী। নিরুপায় জনগণ রাজপথে নেমে এসেছে। প্রতিটি ইউনিটে ইউনিটে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
১৮ আগস্ট ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়াড়র্ের বি ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর বলেন, দীর্ঘ ১৩ বছরে অধিক সময় ক্ষমতায় থাকায় বেপরোয়া দুর্নীতির কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষা। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ হারিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে।
দ্বিতীয় অধিবেশন শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কোতোয়ালী- বাকলিয়া-চকবাজার পুনর্গঠন কমিটির টিম প্রধান এম এ আজিজের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন পুনর্গঠন কমিটির সদস্য ও আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি ও পুনর্গঠন টিমের সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন, নগর মহিলা দলের সাবেক সভাপতি ও পুনর্গঠন টিমের সদস্য মনোয়ারা বেগম মনি ও বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন প্রমুখ।