নিউজ চাটগাঁ ডক্সে : ৮আগস্ট নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোড বাইলেন মনুবলির বাপের বাড়ির লেনের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম । উদ্বোধনকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, বৈশি^ক মন্দার কারণে বিশ^ব্যাপী কি উন্নত কি উন্নয়নশীল সব দেশেই কম বেশি অর্থনৈতিক সমস্যায় পড়েছে। বাংলাদেশেও এর বাইরে নয়। তাই ব্যয় সাশ্রয়ের পাশাপাশি যেকোন উন্নয়ন কর্মকা-কে টেকসই করা লাগবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বায়ত্ত্বশাষিত প্রতিষ্ঠান উল্লেখ করে নগরবাসীকে কর্পোরেশনকে স¦াবলম্বী করতে তাদের বকেয়া পৌরকর পরিশোধ করার আহবান জানান। তিনি বলেন,নিজ নগরীর উন্নয়ন চাইলে শুধুমাত্র সরকারি থোক বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে হবেনা। এজন্য নগরবাসীকে নাগরিক দায়িত্বও পালন করতে হবে। শহিদ নালা খালে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি নগরীর সকল সড়ক ফুটপাত থেকে অবৈধ স্থাপনা নিজ দয়িত্বে সরিয়ে নিতে বলেন। না হয় কর্পোরেশনের মামলা ও উচ্ছেদের মুখোমুখি হতে হবে বলে জানান। তিনি ডিসি রোডে বাইলেনের বরাদ্দ দেয়ায় মেয়র রেজোউল করিম চৌধুরীকে ধন্যবাদ জানান।
এসময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সদরুল হক, প্রকৌশল বিভাগের সুপারভাইজার কামাল উদ্দিন,আবদুল হাকিম মেম্বার, স্থানীয় নাগরিকের মধ্যে আবদুস সালাম,ওসমান গণি,হামিদুল হক, জাহািঙ্গীর আলম,মো.নজরুল ইসলাম,আহমদ মোস্তফা হেলাল,নাজিম দেওয়ান, ইয়াছিন টিপু,জয় দত্ত,ফরহাদ আহমদ মিথুন,আবদুল মাবুদ,মো.বাবুল,নুর মোহম্মদ উপস্থিত ছিলেন। পরে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয় । মুনাজাত পরিচালনা করেন মিয়ার বাপের মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম।
