২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপো থেকে মরদেহ উদ্ধার, মৃত ৪৩

নিউজ চাটগাঁ ডেক্স : মঙ্গলবার ৭ জনু চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এ ঘটনার মরদেহ বেড়ে দাঁড়িয়েছে ৪৩।
কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক সূত্রে জানা যায় দুটি মরদেহের ভস্মীভূত অংশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, একটি মরদেহের পাশে ফায়ার সার্ভিসের বুট ও পিপিইর আলামত পেয়েছি। আরেকটিতে সিকিউরিটি গার্ডের পোশাকের পোড়া অংশ ছিল।
গত (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকা কেঁপে ওঠে ঘরবাড়ীর জানালার কাঁচ বেঙ্গে যায়।
এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জনের পরিচয় এখনো মেলেনি। তাদের শনাক্তে ৩৭ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ৫ জনকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।