২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

আওয়ামী লীগ নেতা রাজগোপাল ঘোষ-এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ

২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাজগোপাল ঘোষ-এর মমতময়ী মাতা শ্রীমতি মলিনা বালা ঘোষ গত ১৫ এপ্রিল কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি চার মেয়ে ও তিন ছেলে রেখে যান। তার মৃত্যুতে গত ২৭ এপ্রিল গোয়াল পাড়াস্থ নিজ বাসভবনে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, সাবেক কাউন্সিলর এম. এ. মালেক সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা চন্দন ধর, জামশেদুল আলম চৌধুরী, সাবেক যুবলীগ নেতা আশীষ নন্দী, সুজিত ঘোষ, সাবেক ছাত্রনেতা সঞ্চয় ভৌমিক কনকন, শিবু প্রসাদ চৌধুরী, আশীষ চক্রবর্তী বাচ্চু, লায়ন মহাদেব ঘোষ, অধ্যাপক সবুজ দে, সাংস্কৃতিক সংগঠক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।