২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

নগরীর সাড়ে ৬শ গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী মা পেল খাদ্য সহয়তা

নগরীর সাড়ে ৬শ গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী মায়ের মাঝে আজ বুধবার সকালে সিটি কর্পোরেশনের টাইগারপাশস্থ কনফারেন্স রুমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পক্ষে ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী খাদ্য দ্রব্য বিতরণ করেন। ইউএনডিপি ও ইউকেএইড এর সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই পুষ্টি খাদ্যসহায়তা প্রদান করা হয়। আগামী ১২ মাস এই কার্যক্রম চলবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ভোজ্য তেল, ডিম ও ডাল। নগরীর ২০টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে নির্ধারিত সরবরাহকারীর মাধ্যমে এই পুষ্টি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, আর্থ সামাজিক ও পুষ্টি বিশেষজ্ঞ মো. হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারপার্সন কোহিনুর আক্তার।