২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

সাবেক ছাত্রনেতা এড. টিপু শীল জয়দেব এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ২৭ এপ্রিল রোজাদারদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর নির্দেশনায় চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এডভোকেট টিপু শীল জয়দের এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন নেভাল এভিনিউ সড়ক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন সহ আশে পাশের এলাকায় ইফতার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার, চট্টগ্রাম আইন কলেজের সাবেক জিএস সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, মহানগর যুবলীগের সদস্য নঈম উদ্দিন খান, মো. কামরুজ্জামান, সুমন চৌধুরী, শামীম হাবিব রুবেল, আফতাব আলী খান, শাহেদ মিজান, শ্যামল চৌধুরী, সজীব আনোয়ার, রিয়াতুল করিম।