২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

দল ক্ষমতায় আছে, কিন্তু চারদিকে অনেক বিভীষণ : নাছির

আজ ১ ডিসেম্বর সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফার স্মরণসভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের জাতীয় পতাকার বদলে পাকিস্তানের পতাকা ওড়াতে চায়। তারা দণ্ডিত আসামি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসত্য তথ্য প্রচার করছে। একজন দণ্ডিত আসামিকে তারা বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি তুলছে। দণ্ডিত আসামি বিদেশে গিয়ে তার ছেলে আরেক দণ্ডিত আসামির সঙ্গে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা আমরা হতে দিতে পারি না।
আ জ ম নাছির আরও বলেন, ‘দল ক্ষমতায় আছে, কিন্তু চারদিকে অনেক বিভীষণ। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভালো পথে, ভালো রাস্তায় চলতে হবে।’
গোলাম মোস্তফা স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য জামশেদুল আলম চৌধুরী, চকবাজার থানা কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও রুমকি সেনগুপ্ত।’