রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। দিন যত যাচ্ছে সেখানকার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে আরও। মাতৃভূমিকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন ইউক্রেনের তরুণ এক ফুটবলার। আরেক ফুটবলার নিহত হয়েছেন রাশিয়ার বোমা হামলায়।
নিহত দুজন হলেন- ভিতালি সাপিলো ও দিমিত্র মার্টিনেনকো। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো।
নিহত সাপিলোর বয়স ছিল ২১ ও মার্টিনেনকোর ২৫। সাপিলো ইউক্রেনের দ্বিতীয় বিভাগের দল কারপাতি লেভিভের যুব খেলোয়াড় ছিলেন। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। আর এফসি গোস্তোমেলের সৌখিন ফুটবলার মার্টিনেনকো নিহত হন নিজের ফ্ল্যাটে। কিয়েভে রাশিয়ার বোমা হামলায় নিজের ফ্ল্যাটে অবস্থান করছিলেন তিনি। সেই বোমার আঘাতে মা-সহ নিহত হয়েছেন।
দুই ফুটবলারের নিহতের ঘটনায় শোক জানিয়ে ফিফপ্রো বলেছে, ‘দুই তরুণ ইউক্রেনীয় ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্র মার্তিনেনকোর পরিবার বন্ধু ও সতীর্থদের পাশে আছি আমরা। যা এই যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।’
