বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য বেড়েছে। নিত্যপণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে দেশে চলছে ‘মেগা দুর্নীতি’। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মঙ্গলবার মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী মনোনীত বর্তমান নির্বাচন কমিশনার দিয়ে সুষ্ঠু ভোট আশা করা যায় না। যদি আমাকেও (গয়েশ্বর) নির্বাচন কমিশনার বানানো হয় তবুও এই সরকারের আমলে সুষ্ঠু ভোট হওয়ার কোনো নিশ্চয়তা নেই। সুষ্ঠু নির্বাচন চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।
সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। সমাবেশ চলাকালে ছাত্রদলের কতিপয় কর্মীর মধ্যে সামনের দিকে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলের নেতারা তাদের নিয়ন্ত্রণে আনেন।
