২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

হেলাল উদ্দিন চৌধুরী সাংবাদিকতা পেশাকে আলোকিত করেছেন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী তাঁর জীবদ্দশায় সাংবাদিকতা পেশাকে আলোকিত করেছেন। তিনি একজন নির্লোভ, সৎ, আদর্শবান ও ত্যাগী সাংবাদিক ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রান্তিকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন স্তরের জনকল্যাণমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ। নিজের ব্যক্তিগত সুযোগ-সুবিধার কথা বিবেচনা না করে সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে হেলাল উদ্দিন চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, মইনুদ্দীন কাদেরী শওকত, জাহিদুল করিম কচি, নির্মল চন্দ্র দাশ, দেবপ্রসাদ দাস, জেড এম এনায়েত উল্লাহ, আসিফ সিরাজ, হাসান আকবর এবং হেলাল উদ্দিন চৌধুরীর সন্তান তাসনিম উদ্দিন চৌধুরী।
এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রবীণ সাংবাদিক জামালুদ্দীন ইউছুফ, প্রদীপ নন্দী, আবু জাফর মো. হায়দার, মো. শহীদুল ইসলাম, তাপস বড়ুয়া রুমু, মুহাম্মদ শামসুল হক, সাইফুদ্দীন মো. খালেদ, শফিউল আলম, স ম ইব্রাহীম, নুরউদ্দিন আহমেদ, সান্টু কুমার দাশ, মাখন লাল সরকার, আলমগীর সবুজ, মো. সাইদুল আজাদ, সুলতান মাহমুদ সেলিম, মুহাম্মদ আবুল হাসনাত, আবদুস সবুর শুভ, এসএম ইফতেখারুল ইসলাম, আরিচ আহমেদ শাহ, নিপুল কুমার দে, শাহনেওয়াজ রিটন, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, জসীম উদ্দিন ছিদ্দিকী, মো. গোলাম মর্তুজা আলী, এস এম আজিজুল কদির, রেজা মুজাম্মেল, শৈবাল আচার্য্য, রবি শংকর চক্রবর্তী, সুবল বড়ুয়া, রনি দে’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সাংবাদিক উপস্থিত ছিলেন।