২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

শিশু পরিবারকে বাস উপহার দিলেন-মেয়র রেজাউল

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারী শিশু পরিবার (বালিকা), চট্টগ্রামের ছাত্রীদের জন্য ৪০ সিটের একটি বাস উপহার দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসটি গ্রহণ করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল আলমসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।