১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার বসন্তকাল

চট্টগ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসমাবেশকে সফল করতে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

আগামী ২৮ অক্টোবর শনিবার চট্টগ্রামে এশিয়ার সর্বপ্রথম ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন ও জনসমাবেশ উপলক্ষে গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভাগমন সফল করতে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের এক বর্ধিত সভা ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর। বর্ধিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে কাজী এনামুল হক, আবু ফরহাদ চৌধুরী সাবু, আহমদ সোবহান, এটিএম শহিদুল্লাহ, তৌহিদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন খালেদ রানা, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মিয়া, ১নং ইউনিটের সভাপতি মৃদুল দাশ, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, ১নং ইউনিটের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খোকনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আগামী ২৮ অক্টোবর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বাসযোগে কেপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসমাবেশে অংশগ্রহণ করতে ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সকাল ৭ টায় নির্দিষ্ট সময় উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।