২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

চিন্তাহরণ পুরী মহারাজের ১০৬ তম আবির্ভাব স্মরণে মহৎোসব অনুষ্ঠিত

মহাপরিব্রাজকাচার্য শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের ১০৬ তম আর্বিভাব দিবস স্মরণে আকাশবৃত্তি বিশ্বকল্যাণ গীতাযজ্ঞ, মহানাম সংকীর্তন সহ ২ দিনব্যাপী বর্ণাঢ্য মাঙ্গালিক অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়। বাশঁখালীর জঙ্গল জলদীস্থ শ্রীশ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে ভক্তবৃন্দ মাঙ্গালিক অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করে।
সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য করেন শ্রীশ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বাশঁখালী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সহ উপজেলার বিভিন্ন স্থানীয়, রাজনৈতিক ও প্রশাসনিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভক্তবৃন্দের সাথে শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ

চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ নিউজ চাটগাঁ পত্রিকাকে বলেন, প্রতিবছরের ন্যায় এবারেরও আমরা শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠান মালার আয়োজন ছিল। দেশের ও জাতির কল্যাণে আমরা যাতে করোনামুক্ত পৃথিবী ফিরে পায় সেটিই প্রার্থনা করা হয়েছে।