২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার শরৎকাল

নিউমার্কেট থেকে ২৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনিক সার্ভিসের বাস ড্রাইভার গ্রেফতার

 

নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়ের বাটা দোকানের সামনের রাস্তার থেকে ২৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনিক সার্ভিসের বাস ড্রাইভারকে গ্রেফতার
করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১২:৫৫ থেকে ১:৫০ এর সময় অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত আসামি হলো, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন কাজী নজরুল ইসলাম রোডে মৃত শামসুল হক এর পুত্র মোঃ মামুন মিয়া (৫২)।

পুলিশ বলেন, এসআই মোঃ মোমিনুল হাসান সিনেমা প্যালেস মোড় এলাকায় অবস্থানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়স্থ বাটা দোকানের সামনে পাকা রাস্তার উপর ইউনিক সার্ভিসের বাস যাহার রেজিঃ নম্বর-ঢাকামেট্রো-ব-১৫-৫৩৫০ এর ভিতর অভিযান পরিচালনা করে বাসের ড্রাইভার আসামী মোঃ মামুন মিয়া (৫২) কে আটক করে এবং তাহার হেফাজত হতে ১৪শ পিস ও তাহার বসা সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১হাজার পিসসহ সর্বমোট ২৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা ট্যাবলেট পরিবহনের কাজে ব্যবহৃত ইউনিক সার্ভিসের বাস এবং আসামীর ব্যবহৃত ২টি মোবাইল ১.৫০ ঘটিকার সময় জব্দ করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে পাইকারী মূল্যে ক্রয় করে ঢাকায় খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থল দিয়া বাসযোগে নিয়ে যাচ্ছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।