২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার শরৎকাল

জোরালো হচ্ছে জনসনের পদত্যাগের দাবি

লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে নিয়মিত একাধিক পার্টি আয়োজনের কথা প্রকাশ্যে আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। শনিবার বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মার পদত্যাগের দাবি তুলে বলেছেন, জনসন নেতৃত্ব দিতে পারেননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। করোনাভাইরাস মহামারিতে সরকারি বিধিনিষেধ জারি থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে প্রতি শুক্রবার নিয়মিত মদ্যপানের পার্টি আয়োজন করা হতো বলে ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে। বিশেষ করে পার্টির জন্যই একটি ওয়াইন ফ্রিজ কেনা হয়েছে।
এরই মধ্যে দুবার ক্ষমা চেয়েছেন বরিস জনসন। শুক্রবার ক্ষমা চান রানি এলিজাবেথের কাছে। রানির স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃতের আগের দিন ডাউনিং স্ট্রিটের কর্মীরা এমনই এক পার্টি আয়োজন করেছিলেন।
জনসন ও তার কর্মীরা জেনেশুনে লকাডাউনে আইন ভেঙেছেন কিনা তা-ই এখন ব্রিটিশ রাজনীতিতে আলোচনার বিষয়। এজন্য সিনিয়র সরকারি কর্মকর্তা একটি তদন্ত পরিচালনা করছেন। আগামী সপ্তাহে এই প্রতিবেদন পাওয়া যেতে পারে।