১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেয়র রেজাউলের সাক্ষাৎ

 

ডেক্স নিউজ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বুধবার (২০ মার্চ) গণভবনে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সাক্ষাৎকালে মেয়র জনগণের জন্য সুস্থ বিনোদনের প্রসারের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক গড়ার পরিকল্পনা ব্যক্ত করে এ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মেয়র একটি পার্ক নির্মাণের জন্য ভূমি বরাদ্দ চাইলে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি বরাদ্দের আশ্বাস দেন।

এসময় মেয়র রেজাউল দায়িত্বপালনকালের তিন বছরের অর্জনের উপর প্রণীত ‘উন্নয়ন প্রতিবেদন’ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। মাননীয় প্রধানমন্ত্রী বইটি পড়ে ভূয়সী প্রশংসা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি আরো বেশি জনগণের কাছে প্রচারের জন্য মেয়রকে নির্দেশ দেন।
এসময়ের মেয়রের সাথে ছিলেন মেয়রের পরিবারের সদস্যবৃন্দ।