১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

গাজায় ত্রাণের অপেক্ষারত  ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল,   নিহত ৬, আহত ৮৩

ডেক্স নিউজ

গাজা শহরের ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি হামলায়  ৬ জন নিহত হয়েছেন।আহত  হয়েছে  ৮৩ জন। যাদের মধ্যে বেশি ভাগের অবস্থা আশঙ্কাজনক। আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন তারা।

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার (১৩ মার্চ)ফিলিস্তিনিরা গাজা সিটিতে জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে আসলে হঠাৎ  সেখানে এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন।