প্রবর্তক স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বসন্ত বরণ, পিঠা উৎসব ও মিলন মেলা উদ্যাপিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড.অনুপম সেন। প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবর্তক সংঘ বাংলাদেশের সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। গভর্নিং বডির সদস্য অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী ও ঝুলন বৈষ্ণব।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন প্রভাষক মোহাম্মদ আতাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও সহকারী শিক্ষিকা অনন্যা চৌধুরী।
বসন্ত বরণ, পিঠা উৎসব ও মিলনমেলা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী পিন্টু ঘোষ, সুতপা চৌধুরী, অধ্যক্ষ শিমুল দেবনাথ, শুভার্থী চৌধুরী, বর্ণালী দাশ, শ্রীময়ী আদ্রিতা দাশ, অঙ্কিতা সেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, শিক্ষাবিদ, গুণীজন, সাংবাদিক, প্রভাষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
