১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার বসন্তকাল

শুলকবহরের ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের অমর একুশে পালন

‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে চট্টগ্রাম সিটির পাঁচলাইশের শুলকবহরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন ক্লাব।’ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শুলকবহর সুচয়ন বিদ্যাপীঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধন ক্লাবের উপদেষ্টা চেয়ারম্যান রাশেদুল আনোয়ার খান, সভাপতি হাসান উদ্দিন, সহ সভাপতি শফিউল আজম। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের সায়মন। অন্যদের মধ্যে ক্লাবের সাবেক সহসভাপতি মাসুদ আহমেদ রানা, আশরাফুল ইসলাম টিটু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।