মোঃ ইউসুফঃ লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান অলিকুল শিরোমনি আশেকে রাসুল হযরত শাহ্ মাওলানা ফতেহ্ আলী ফরায়েজী (রহ.) কর্তৃক প্রবর্তিত ৫দিন ব্যাপী ৩৭তম পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সাঃ) মাহফিলের আজ শেষ দিন।১৯শে ফেব্রুয়ারী, ২০২৪ইং সোমবার হতে শুরু হয়ে আজ ২৩ ফেব্রুয়ারী শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩৭তম পবিত্র ঈদে মিলাদ ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের কার্যক্রম সম্পন্ন হবে। মাহফিলে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং দেশ বরেণ্য পীর মশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক মেম্বার।
সমাপনী দিবসে তাকরির পেশ করবেন আল্লামা শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মাওলানা ক্বারি মুহাম্মদ ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা খোরশেদ আলম গাজী ও হাফেজ মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।
মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে এরশাদ হোসাইন সিরাজি মাহফিলে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাহফিলে অংশগ্রহণ করে নিজের জীবনকে সুন্নতের উপর পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।
