লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ- লোহাগাড়া পদুয়া বনরেঞ্জের অভিযানে বড়দুয়ারা বিট-কাম-চেক ষ্টেশন সংলগ্ন মাদরাসা এলাকা হতে বিভিন্ন প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করেছে বনবিভাগ। ১৭ ফেব্রুয়ারী বিকেলে এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। সাথে ছিলেন সংশ্লিষ্ঠ বন প্রহরীরা। বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থানে মজুত রাখা বিভিন্ন প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে এবং কাঠ পরিমাপ করে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
