১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ঃমোঃ ইউসুফ: লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ উদযাপিত হয়েছে। কর্মসূচীর সূচনায় ছিল মৌণতার নিস্তব্ধ প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া প্রেস ক্লাব,লোহাগাড়া সাংবাদিক ফোরাম, পদুয়া বনরেঞ্জ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি। অপরদিকে বার আউলিয়া ডিগ্রী কলেজ, আলহাজ¦ মোস্তফিজুর রহমান বিশ^বিদ্যালয় কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম. উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভাশেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।