নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফঃ :উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। কর্মসূচীর সূচনায় সকালে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনে আনুষ্ঠানিকভাবে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলেজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ড. রেজাউল কবির। একই সময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। পরবর্তীতে ব্যাঢমিন্টনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর’র সার্বিক পরিচালনায়। বিকেল আনুমাণিক ৪ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরফুল কবির সেলিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। প্রধান বক্তা ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ ড. রেজাউল কবির । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিল্ডার্স-এর স্বত্বাধিকারী ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দীন, আইয়ুব ফান্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোজাহিদ বিন আলম, বিশিষ্ঠ ব্যাংকার সলিমূল্লাহ জাহাঙ্গীর,গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান, আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারি মিরান হোসেন মিজান, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিশিষ্ঠ শিক্ষানুুুুুুুুুুুুুুুুুুুুুরাগী হুমায়ুন কবির, বিশিষ্ঠ ব্যবসায়ী নুরুল কবির কোম্পানী। কলেজের প্রভাষক স্বপন মজুমদার ও প্রদর্শক মোঃ আকতার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভাশেষে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরষ্কৃত করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
