নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বানী অর্চনা উপলক্ষে খাগড়াছড়ি লোকনাথ সেবক সংঘ জেলা কমিটির আয়োজনে,লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সহযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার ও দরিদ্র বিদ্যর্থীদের শিক্ষা উপকরন এবং দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান শনিবার বিকেলে লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে সেবক সংঘ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক তমাল দাশ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। লোকনাথ সেবাশ্রম প্রতিষ্টা কমিটির সাধারন সম্পাদক, ইত্তেফাকের জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক তরুন ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র,বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নির্মল দেব, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আশীষ ভট্টাচার্য।
এছাড়া বক্তব্য রাখেন সেবক সংঘের সম্পাদক সম্পাদক তাপস কুমার দে। পৌর নির্মলেন্দু চৌধুরী বলেন, নতুন প্রজম্মের শিক্ষার্থীদেরকে পুজো,অর্চনায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা সংগঠনগুলোর পাশে পৌরসভার সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। তিনি আরও বলেন দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশ রতœ শেখহাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সভায় উপস্থিত সকলকে আহবান করেন।
