১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার বসন্তকাল

কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’র ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মোঃ ইউসুফ : “জাতি, ধর্ম, বর্ণ ও দল নির্বিশেষে, রক্ত দিবো হেসে হেসে” এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের গত ২১শে ফেব্রুয়ারী  জনাব রাকিবুল হাসান এর হাত ধরে কিল্লার আন্দর ব্লাড ব্যাংক নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হয়। শুরুতে সদস্য ছিলেন প্রবাল দাশ ও ইরফান মোহাম্মদ আল সামির। সেই ৩জন থেকে আজ শত শত স্বেচ্ছাসেবক অত্র সংগঠনের জন্য অনবরত কাজ করে যাচ্ছে। নানাবিধ পরিকল্পনা হাতে নিয়ে পরিচালকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, নির্বাহী পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, সহ-কার্যনির্বাহী পরিষদ এর সদস্যবৃন্দরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল রেখেছেন। 

গত ২১ ফেব্রুয়ারী দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র সংগঠনের ৭ম বর্ষপূর্তি উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। অত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব রাকিবুল হাসান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরশাদ দিনার’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম করির। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা জনাব মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও লামা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব মোহাম্মদ হিরু, পরিচালক এবং আরাফাত আইটি ইনস্টিটিউট এর চেয়ারম্যান জনাব আরাফাত হোসেন, সভাপতি কুতুব উদ্দিন, সহ-সভাপতি রিদুয়ানুল হক নিশান, সাধারণ সম্পাদক ফখরুল আজীম,এরশাদ দিনার,রাকিবুল ইসলামসহ সংগঠন এর সদস্যরা ।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চিকিৎসা সহয়তা ফান্ড থেকে মোহাম্মদ ইরফান নামক একজন থ্যালাসেমিয়া রোগীর ১বছরের রক্ত সঞ্চালন বিষয়ক সকল খরচ বহন করবে কিল্লার আন্দর ব্লাড ব্যাংক