মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির পক্ষ থেকে আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক বনভোজন ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সভাপতি আবিদ হোসাইন মানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি।
উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার কোম্পানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সমিতির উপদেষ্টা দেরাছ মেম্বার, আইয়ুব মেম্বার, নুরুল আলম বাহাদুর কোম্পানি, মাস্টার ছৈয়দ আহমদ, সমিতির সদস্য মন্জুরুল আলম কোম্পানি, বশির আহমদ কোম্পানি,নুরুল ইসলাম সিকদার, মাওলানা জামাল উদ্দিন, জসিম উদ্দিন, শাহ আলম কোম্পানি, মো: আনছার, জসিম কোম্পানি, সালেহ আহমদ কোম্পানি, মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো আগামী ২১ ফেব্রুয়ারী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। এছাড়াও আগামীতে একটা তারিখ নির্ধারণ করে সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন করা হবে। বক্তারা আরো বলেন আগামী ৩১ মে বর্তমান কমিটির মেয়াদপূর্তি হলে উপজেলার সকল ব্রিকস ফিল্ড মালিকদের নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। নির্বাচন উপলক্ষে শীঘ্রই সদস্য নবায়ন, হালনাগাদ, ভোটার তালিকা প্রণয়ন করা হবে এবং পরবর্তী সভায় নির্বাচন এবং বার্ষিক বনভোজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হবে।