তমাল দাশ লিটন, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়িতে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এই অলিম্পিয়াডে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্কুল পর্যায়ে ৫জন এবং কলেজ পর্যায়ে ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রুবায়েত আলম। এসময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষকগন উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক মোহাম্মদ খোর্শেদল আলম’র সঞ্চালনায় পুরস্কার বিতরনের পুর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: জুলফিকার আলী, সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ মাওলা, সহকারী শিক্ষক অলিউর রহমান ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক শাহ মো: মুজিবুর রহমান।
