১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

কৃষি ব্যাংকের ব্যাংকার – গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে  “ব্যাংকার – কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আঞ্চলিক কর্মকর্তা আ,ছ,ম জাবেরুছ ছালেহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।সভায় ব্যাংকার- গ্রাহকদের সাথে সু-সম্পর্ক  ও গ্রাহকদের সেবা নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশ গ্রহন করা কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যাংকারদের নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া ব্যাংকাররাও গ্রাহকদের সেবারমান আরো বৃদ্ধি করার প্রত্যয় ব্যাক্ত করেন। সভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এ,কে, এম,আজম উদ্দিন চৌধুরীসহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।