১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ সোমবার শরৎকাল

আমিরাবাদে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতি পূজা অনুষ্ঠিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ- উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির ও কালী বাড়িতে প্রতি বছরের মতো এ বছর ও যথাযথ ধর্মীয় মর্যাদায় বিদ্যাদেবী তথা সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব যথযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হতে দেখা গেছে। পরিদর্শনকালে দেখা গেছে আমিরাবাদ ইউনিয়নস্থ উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার সার্বজনীন কালী মন্দিরে বিদ্যাদেবীর পূজা-অর্চনায় ভক্তদের ভীড় দেখা গেছে। সাজ-সজ্জায় সজ্জিত বিদ্যাদেবীর মন্ডপে প্রার্থণা করছেন আবাল-বৃদ্ধ-বণিতা ও বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। ওই সময় আলাপ হয় মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মাস্টার সুমন মজুমদারের সহিত। তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছর ও তাঁরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিদ্যাদেবী সরস্বতি পূজা করতে পেরে খুবই আনন্দিত। বিশেষ করে এলাকার সাম্প্রাদায়িক সম্প্রীতির অপূর্ব দৃষ্টান্তে তিনি কৃতজ্ঞতা জানান। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপন মজুমদার, সত্যজিৎ রায় চৌধুরী, জিদ দাশ, কনা মজুমদার, প্রতীক দাশ, সানি মজুমদার, আদর চৌধুরী ও মনিষা দাশ প্রমুখ।