নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে চট্টগ্রাম জেলা পরিষদের অনুদানে সম্পন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চট্টগ্রাম এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ চট্টগ্রাম এর নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সুগ্রীব কুমার মজুমদার দোলন, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাঃ নাজ সোহানী সুলতানা, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডাঃ মিছবাহ উদ্দিন, নাসিং ইনস্টিটিউট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্জিনা আক্তার, সিনিয়র নার্সিং ইনসট্রাক্টর নিয়তি মহাজন, উপ যুব প্রধান-১ কৃষ্ণ দাশ সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ নার্সিং কলেজের কর্মকর্তাবৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। সত্য প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করতে পারি। আপনাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। হাসপাতাল নিয়ে দুর্নীতির বরদাস্ত করা হবে না। হাসপাতালের জন্য আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যােগী হয়ে বিদ্যুৎ সাশ্রয়, বাগান তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে। এরই মধ্যে আমরা ১৮ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কার্যক্রম শুরু করবো জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকেও মেডিকেল কলেজে রূপান্তর করা হবে।
২০২২-২০২৩ অর্থ বছরে ৫৩ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রাদিত প্রকল্প সিকিউরিটি ওয়াল ও গেইট নির্মান প্রকল্প কেবিনের বেডশীট, পর্দা, রাবার শীট তৈরী কাজ প্রকল্প কেবিন ও ফ্লোরের ইলেকট্রিক ও জেনারেটর মেরামত কাজ প্রকল্প কেবিন ও বারান্দার রং কাজ প্রকল্প, ভবনের বাইরের দেওয়াল ওয়েদার কোট কাজ প্রকল্প বেবি কট ও বেড সাইড লকার মেরামত কাজ প্রকল্প কেবিনের সেনিটারী মেরামত কাজ প্রকল্প ওটি ও লেভার রুমের যন্ত্রপাতি মেরামত কাজ প্রকল্প, লোহার গ্রীলের জানালা ও লোহার প্যাসেন্ট বেড মেরামত কাজ প্রকল্প কাঠের দরজা, জানালা ও কাঠের চেয়ার টেবিল মেরামত কাজ প্রকল্প।
