লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি.জি.সেনেরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,দোয়া মাহফিল, নবীন বরণ ও বার্ষিক পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বশর। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমান রড়–য়া। সহকারী শিক্ষক সাকেরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ আবুল কাশেম চৌধুরী, সিনিয়র শিক্ষক ফারুক আহমদ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবককেরা উপস্থিত ছিলেন।
