১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার বসন্তকাল

বিসিবি প্রধান নির্বাচক হলেন গাজী আশরাফ লিপু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার।
নির্বাচক প্যানেল থেকে বাদ পরেছেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
আজ ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন।
২০১৬ সালের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন আনল বিসিবি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল সর্বশেষ নির্বাচক প্যানেলের তিন সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের। মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে আব্দুর রাজ্জাকের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।