আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে হযরত গায়েবী ধন কেবলা কাবার পবিত্র ৩৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা, মতবিনিময়, মিলাদ ও জিকিরে ছেমা মাহফিল ৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদে মাগরিব চাক্তাই নয়া মসজিদ ইসমাইল ফয়েজ রোডস্থ খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল মাইজভান্ডারী (ম:জি:আ:)। আলহাজ্ব মোঃ সোলায়মান এর সভাপতিত্বে হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন মাইজভান্ডারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আশরাফুল আলম, মোঃ বাবর, এয়ার মোহাম্মদ, এবিএম মহিউদ্দিন প্রমুখ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওরশ শরীফ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
