১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

মেরন সান স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এস এস সি পরীক্ষার্থীদের শতভাগ সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ১১ জানুয়ারি রবিবার কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়।
অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষক দেবাশিস বড়–য়া, প্রভাষক এইচ এম ফরহাদ চৌধুরী প্রমুখ। এস এস সি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মরিয়ম সুলতানা তামান্না।
অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বলেন, ‘আলোকিত মানুষ হওয়ার পথে তোমরা আজ এগিয়ে এসেছো অনেক দূর। মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা আজ পাড়ি জমাতে যাচ্ছ। মনে রাখতে হবে, জীবনের প্রতিটি মুহুর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং মহান সৃষ্টিকর্তার পরেই নিজ নিজ জীবনের কাক্সিক্ষত বিকাশের স্বার্থে শিক্ষার্থীদের উচিত পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ থাকা। শুধু পরীক্ষায় এ প্লাস নয়, জীবনেও এ প্লাস অর্জনের মাধ্যমে অনন্য মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।” অধ্যক্ষ আরো বলেন, “জীবনে তিনটি কথা প্রত্যেকের মনে রাখা উচিত, সেগুলো হলো ঃ আমি কে? আমার কী করা উচিত? আমি কী করছি? যদি প্রত্যেকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের সন্ধানে সব সময় ব্রতী থাকে, তাহলে জীবনে ব্যর্থতার কোন চিহ্নই থাকবে না।” তিনি এস এস সিতে গোল্ডেন ও এ প্লাসসহ শতভাগ ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো মনোযোগী হতে নির্দেশ দেন।
এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং একটি বিদায়ী মানপত্র অধ্যক্ষ মহোদয়ের হাতে তুলে দেয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্।
সর্বশেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রভাষক মাওলানা রাহমত উল্লাহ আজাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক ছরওয়ার উদ্দীন আরবী।